কবিতার মায়াজাল । Love Poems । নতুন বাংলা প্রেমের কবিতা
কবিতার মায়াজাল । Love Poems । নতুন বাংলা প্রেমের কবিতা
sponsored
কবিতার মায়াজাল
কলমে: মনোজ কুমার মন্ডল
কবিতা তুমি মনের কোণে,
প্রলয় বন্ধের ডাক,
কবিতা তুমি নয়ন জুড়ে,
অশ্রু ঝরার বাঁক ।।
কবিতা তুমি গভীর রাতে,
ঝিঁঝিঁ পোকার শব্দ,
কবিতা তুমি সূর্যের আলো,
ভয় যেখানে জব্দ ।।
কবিতা তুমি নদীর তীরে,
স্তব্ধতার বিকেল বেলা,
কবিতা তুমি পাহাড় চূড়ায়,
লুকোচুরির এক খেলা ।।
কবিতা তুমি মেঘ মুক্ত,
আলোর ছোঁয়া লাগে,
কবিতা তুমি কাল বৈশাখী,
ঊর্ধ্ব গগনে জাগে ।।
কবিতা তুমি অসহায় বড্ড,
অনাথ শিশুদের মুখে,
কবিতা তুমি বীর যোদ্ধা,
হাজার ধর্ষিতার বুকে ।।
কবিতা তুমি সবুজ পাতায়,
ভবিষ্যতের স্বপ্ন আসে,
কবিতা তুমি ঝরা ফুলে,
অতীতের স্মৃতি ভাসে ।।
কবিতা তুমি স্বাধীন বাতাস,
কভু যাই না তোমায় দেখা,
কবিতা তুমি মনের কোণে,
কল্পনাতে ছবি আঁকা ।।
কলমে: মনোজ কুমার মন্ডল
কবিতা তুমি মনের কোণে,
প্রলয় বন্ধের ডাক,
কবিতা তুমি নয়ন জুড়ে,
অশ্রু ঝরার বাঁক ।।
কবিতা তুমি গভীর রাতে,
ঝিঁঝিঁ পোকার শব্দ,
কবিতা তুমি সূর্যের আলো,
ভয় যেখানে জব্দ ।।
কবিতা তুমি নদীর তীরে,
স্তব্ধতার বিকেল বেলা,
কবিতা তুমি পাহাড় চূড়ায়,
লুকোচুরির এক খেলা ।।
কবিতা তুমি মেঘ মুক্ত,
আলোর ছোঁয়া লাগে,
কবিতা তুমি কাল বৈশাখী,
ঊর্ধ্ব গগনে জাগে ।।
কবিতা তুমি অসহায় বড্ড,
অনাথ শিশুদের মুখে,
কবিতা তুমি বীর যোদ্ধা,
হাজার ধর্ষিতার বুকে ।।
কবিতা তুমি সবুজ পাতায়,
ভবিষ্যতের স্বপ্ন আসে,
কবিতা তুমি ঝরা ফুলে,
অতীতের স্মৃতি ভাসে ।।
কবিতা তুমি স্বাধীন বাতাস,
কভু যাই না তোমায় দেখা,
কবিতা তুমি মনের কোণে,
কল্পনাতে ছবি আঁকা ।।
sponsored
Post a Comment