Palash ( পলাশের কবিতা ) | Poem on Nature in Bengali | By Manoj
বসন্ত পলাশ | Palash ( পলাশের কবিতা ) | Poem on Nature in Bengali | By Manoj
বসন্ত পলাশ
কলমে : মনোজ কুমার মন্ডল
তুই কবে ফুটবি রে পলাশ,
জনম দুঃখিনীর ঘরে,
আলোয় রাঙা আকাশ পাবো,
কালো মেঘের নীড়ে,
তুই কবে ফুটবি রে পলাশ,
জনম দুঃখিনীর ঘরে ।।
গ্রীষ্ম কবে বিদায় বলেছে,
মনে নেই তো আমার,
বর্ষা সেদিন অঝোরে কেঁদেছিলো,
ভালো লাগে না আর ।।
শরৎ ছিল মায়ের মন্দিরে,
দিয়েছে ভিক্ষার ঝুলি,
হেমন্ত এসে দিলো ডাক,
নিয়ে যা তোর পদ ধূলি ।।
শীতের রাতে পেটের খিদে,
মেনে ছিল সেদিন হার,
ফিরে আয় বসন্ত পলাশ,
আজ তোকে খুব দরকার ।।
তুই কবে ফুটবি রে পলাশ,
জনম দুঃখিনীর ঘরে...
কবে তোকে কাছে পাবো,
দেখবো দুচোখ ভরে ।।
তোর ফুলেতে হার বানাবো,
পাবো রে ষোলয়ানা,
তোর সুভাষে মন ভরাতে,
ভ্রমণকারী রা করবে হানা ।।
আমার ঘরের রাঙা আলো,
ছড়াবে রে চারিদিকে,
জনম দুঃখিনীর দুঃখ মুছতে,
হাত বাড়াবে হাজার লোকে ।।
তুই কবে ফুটবি রে পলাশ,
জনম দুঃখিনীর ঘরে...
তুই কবে ফুটবি রে পলাশ,
জনম দুঃখিনীর ঘরে...
YouTube Video
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment