Valobasar Kobita | কারণে অকারণে | Bengali Poem | Manoj | Romantic Kobita
কারণে অকারণে
কলমে: মনোজ কুমার মন্ডল
হটাৎ কবু পথ ভুলে,
তোমার ওই কানের দুলে,
যদি দিয়ে যাই নাড়া,
পুষে রাখা ক্ষত ফেলে?
ব্যাথা জমানো চোখের জলে,
দিবে নাকি তুমি সাড়া ?
ভালো থাকার কারণ খুঁজে,
আমার অজুহাতের,
অকারণের অনুরোধে?
হারবে কি তোমার হৃদয়,
ভালো রাখার খোঁজে,
তোমার কারণের প্রতিশোধে?
বহুকষ্টের স্বাধীন পথে,
আমি দিয়েছি হাতছানি?
তবে হবে না কানাকানি,
তোমার ওই কানের দুলে,
স্মৃতিরা করে টানাটানি,
ভালোবাসি নাকি অভিমানী?
Read More...
Valobasar Kobita | কারণে অকারণে | Bengali Poem | Manoj | Romantic Kobita
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment