হামদের পুরুলিয়া | Hamder Purulia ( Amader Purulia ) | Purulia Ancholik Kobita | Purulia Bangla Kobita
Hamder Purulia ( Amader Purulia ) | Purulia Ancholik Kobita | Purulia Bangla Kobita
পুরুলিয়ার আঞ্চলিক কবিতা
--------------------------------------------------------------------
হামদের পুরুলিয়া
কলমে : মনোজ কুমার মণ্ডল
একজন ২৭ বছরের ভ্রমণকারী যুবকের সাথে পুরুলিয়ার একটি ছোট গ্রামের ৬০ বছরের বৃদ্ধের সাথে আলাপ এবং বৃদ্ধের পুরুলিয়াকে নিয়ে গর্ব ।
বলি হে বাবু হামদের পুরুলিয়াটা ঘুরেছিস তোরা ?
তোদের মত হমদের রাস্তা গুলা
কালো, সাদা রঙের লয় বটে,
আঁকা বাঁকা, ডিল পাথর আছে,
আর রাস্তার ধারটা যেমন সবুজ রং করা ।
এমন রাস্তাই তোদের গাড়ি চালাতে
একটু কষ্ট হবেক বটে,
তবে ওই রাস্তার ধারে সবুজ রং টাই
তোদের মন টাকে ভালো করে ডিবেক ।
শাল পলাশ এর এমন মনকাড়া সৌন্দর্যে
তোদের পরানটা জুড়াই যাবেক।
একবার লই বার বার পিছু ফিরে দেখতে
ইচ্ছা করবেক তোদের বাবু ।
এমন মনকাড়া সৌন্দর্যে মাতাল হয়ে
আমরা কতবার প্রেমে পড়েছি মনে নাই হামদের ।
দিনে রাতে সকাল সাঁজে এতো ঘুরি,
এতো ঘুরি তবু মনটা নাই ভরে ।
হামদের মনে হয় দু-মুঠা খায়, আর না খায়,
হামদের দিনটা যেমন শাল পলাশের সাথেই কাটে যায়।
হে বাবু হামদের পুরুলিয়াটা ঘুরেছিস তোরা ?
হামদের ছোট ছোট ঘর, খড়, পুয়াল, টালি দিয়ে ঢাকা বাবু ।
এই ছোট ছোট ঘর গুলাতে তোদের থাকতে সুবিধা নাই হবেক বাবু,
তোদের কত বড় বড় ঘর, ৩ তলা, ৪ তলা, ৫তলা,
আরও কত তলা আছে অত জানি নাই বাবু,
হামদের মাটির ঘর তোরা কি এমন ঘরে থাকতে পারবি বাবু ?
তবে ওই রাস্তা দিয়ে যখন যাবি, হামদের গতর খাটাই,
ঘরের মাটির কাজ দেখে তোদের দমে ভালো লাগবেক,
কত সুন্দর সুন্দর, ফুল, পাতা, পাখি, মাদল এর ছবি
দেখে মনে হবেক রাস্তাটাই দাড়াই পরে
ঘর গুলার দু-চারটা ছবির তুলি ।
হে বাবু হামদের পুরুলিয়াটা ঘুরেছিস তোরা ?
তোদের মত হামদের বড়ো বড়ো সিনেমা হল নাই,
শপিং মল নাই, মন ভুলাবার জন্য অত বড় বড় পার্ক,
মিউজিয়াম, কিছুই নাই হামদের বাবু ।
তবে তোরা যদি একটু ধোর্য্য ধরে
হামদের চৌ, ঝুমুর দেখিস,
বিশ্বাস কর বাবু প্রেমে পড়ে যাবি।
উয়ারা কত কষ্ট করে হামদের
রুখা সুখা মাটিতে ঝাপা লাফা করে ।
মানুষের মনে জয় করবার জন্য
কত বড় বড় মুখোশ পরে, কত কষ্ট সজ্য করে উয়ারা বাবু ।
হে বাবু উয়াদের গান বাজনার জন্য
নাই কোনো দামি দামি জিনিসপত্র ।
তবু উয়ারা ওই ঢাক, ঢোল, ধামসা, মাদল
বজায় মহিষাসুরমর্দিনী মা দূর্গাকে স্মরণ করে ।
হে বাবু, এটাই হামদের পুরুলিয়া বাবু,
হামদের পুরুলিয়াকে নিয়ে মুখে আর কতই বলবো
ঘুরে দেখ হামদের গাঁ গুলান হামদের পুরুলিয়া হামদের ।।
Hamder Purulia YouTube Video
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment