পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
নবীন প্রবীণ
কলমে : মনোজ কুমার মন্ডল
আহা......
চুপ কর, চুপ কর
হাল্লা লয়, হাল্লা লয়,
একটু শান্তি মারে বোইস তোরা,
হামি তোদের দাদা হয় ।
বলছি,
তোরা কুথায় চিলি এতো দিন,
পাইনাই তোদের দেখা,
সত্তি বলছি ভাইটি আমার,
লাগতোক বড়োই একা ।
মনে বড্ডো আস ছিলো
বরণ করবো তোদের…
চন্দনের টিপ দিবো,
ফুল পুষ্প মাথায় দিবো,
ভাই বানাবো স্বাধের ।
আজ সেই দিন ট বটে,
মনে দমে ফুর্তি হছে,
তোদের দেখে ভাইটি হামার,
পুরানো ইতিহাস দিশা পাছে ।
হামরাও একদিন নবীন ছিলি,
জানিস... কতো ভয় ছিলো মনে ?
হামদের দাদা গুলান কেমন হবেক,
ডর লাগতক, তখন দমে ।
হামদের এই ছাত্র জীবন,
সুখ দুঃখের সাথি,
কেও নবীন, কেও বা প্রবীণ,
হামরা হলি, যেমন মহাভারতের,
সেই কৃষ্ণ সারথি ।
কথার খিলাপ করি না কেউ,
আদেশ মানেই চলি,
কষ্ট পাইলে হামরা তবে,
বন্ধুর মতো, মনের কথাও বলি ।
দু দিন পরে হামরাও যাবো,
এই প্রিয় জায়গাটি ছাড়ে,
সেই দিন ভাইটি মনে রাখিস,
দিস না দূর করে ।।
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment