ভালোবাসি - Valobasi | Manoj Kumar Mandal | Bengali Love Poem
Image Source : Pexels
ভালোবাসি
কলমে: মনোজ কুমার মণ্ডল
কপালে একটা ছোট্ট টিপ,
নয়ন তারায় আবেগ রাশি
মুখের কানাচে আলতো হাসি
এইরূপ তোমার আবেগ হাসি
সত্যি খুব ভালোবাসি ।।
স্বাধীন ভাবে বাছা পথে
হাঁটছো তুমি যেমন খুশি,
চলছো তোমার ইচ্ছে মতো
উড়িয়ে তোমার কেশের রাশি
এইরূপ তোমার ইচ্ছে খুশি
সত্যি খুব ভালোবাসি ।।
আকাশ ভরা তারার খোঁজে,
হয়েছো তুমি স্বপ্নের দাসী,
গভীর রাতে একলা বসে
তারার খোঁজে বাজাও বাঁশি
এরূপ তোমার স্বপ্নের বাঁশি
সত্যি খুব ভালোবাসি ।।
বুড়ি বুড়ি কথার মালা,
বয়স যেন হয়েছে আশি,
কথার এমন ফুলঝুরিতে
ঠাকুমা ঘুরে গয়াকাশি
এইরূপ তোমার কথার রাশি
সত্যি খুব ভালোবাসি
তাই ভালোবাসি ❤️
খুব ভালোবাসি ।।
Valobashi Video
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment