Poetry in bengali । নিষ্ঠুর বাবা । Kobita Lyrics | Nisthur Baba । By Manoj Kumar Mandal
Poetry in bengali । নিষ্ঠুর বাবা । Kobita Lyrics | Nisthur Baba । By Manoj Kumar Mandal
নিষ্ঠুর বাবা
কলমে: মনোজ কুমার মন্ডল
আমার জেদে রেগে গিয়ে,
বললো আমার বাবা,
এবার যদি দুষ্টুমি করিস,
পিঠে বসবে একটা থাবা ।
বাবার বকাতে,
থামেনি জেদ,শুধু কান্না,
করেগেছি তবু পরে,
হটাৎ করে পিঠের নিচে,
কি জানি? কি, পড়লো খুব জোরে ।
পিছন ফিরে দেখি আমি,
পাহাড় চূড়ায় অগ্নি আঁখি,
গা বাঁচিয়ে শুধুই চেঁচিয়ে ,
পালিয়ে এবার প্রাণে বাঁচি ।
দুঃখ পেলাম মনে খুব,
নিষ্ঠুর বাবার আচরণে,
তখন থেকেই ভয় হতো,
কারণে অকারণে ।
মা খুব ভালো-বাসে,
নিষ্ঠুর এতো নয়,
মাঝে মাঝে একটু করে,
দেখাতো বাবার ভয় ।
দিনে দিনে ভয়টা কেমন,
বেড়ে গেল স্তূপের মতো,
বাবা নামের ভালোবাসা,
জীবনে হলো ক্ষত বিক্ষত ।
কাজের শেষে ফিরে এসে,
সময়টা খুব কম পেতো,
কখনো ভালো, কখনো মন্দ,
আমার তো বহুরূপী মনে হতো ।
মাধ্যমিকের ফল হয়েছে,
মা করলো আদর,
জানো, বাবা আমার রেজাল্ট দেখে,
বললো, তুই একটা বাঁদর ।
এমনি করেই জীবন চলে,
নিষ্ঠুর বাবার অত্যাচারে,
সময় চলে নদীর মতো,
আমিও চলি জোরে জোরে ।
হোঁচট খেয়ে পড়েছি কত,
উঠেছি তবে, বাবার ভয়ে,
জীবন যুদ্ধের রণক্ষেত্রে,
যোদ্ধাও পেয়েছি শয়ে শয়ে ।
ভয়ে ভয়ে ছিলাম আমি,
তবে, বাবা ছিল ভালোবেসে,
নিষ্ঠুর বাবার, অসহায় জীবন
এই দুষ্টু ছেলে বুঝলো শেষে ।।
রাতের পরে রাত কেঁদেছি,
বাবাও কেঁদেছে অন্ধকারে,
দুষ্টু ছেলের জীবন জয়ে,
নিষ্ঠুর বাবা, হেঁসেছে হা হা করে ।।
নিরলস পরিশ্রমের বাবা যে,
এক বৃহৎ আকারের হৃদয়,
ইতিহাস সাক্ষী আছে,
ভালোবাসার নিষ্ঠুরতায়,
হয়েছে সন্তানদের জয় ।।
------------
YouTube Video
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment