sponsored

স্বপ্ন প্রেম ( Swapno Prem ) | Love Poem In Bengali | Manoj Kumar Mandal | Bengali Love Poem

 Love Poem In Bengali | স্বপ্ন প্রেম | Manoj Kumar Mandal | Bengali Love Poem







Love Poem In Bengali  স্বপ্ন প্রেম  Manoj Kumar Mandal  Bengali Love Poem



স্বপ্ন প্রেম ( Swapno Prem )

কলমে: মনোজ কুমার মন্ডল

Love Poem In Bengali | স্বপ্ন প্রেম | Manoj Kumar Mandal | Bengali Love Poem


আবার তুমি স্বপ্নের দেশে,
এসেছিলে খোলা কেশে,
লাজুক লতার মতো তুমি,
ধরে ছিলে আমার হাত,

কপালে সেই ছোট টিপ,
চোখের কোনে অগ্নি প্রদীপ,
নয়ন তারা ভিজেছিলো তবু,
হাতে হাত রেখে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।

যেনো লক্ষ কোটি বছর পরে,
দেখোনি আমায় নদীর তীরে,
পাহাড় কোলে বয়ে যাওয়া,
নদীর স্রোতের তরে,
আমার ডাকনাম ধরে ।।

হাজার হাজার অভিযোগে,
ভুলে যাওয়া অনুরাগে,
তবু ডেকেছিলে ইশারাতে,
অভিমান দূরে রেখে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।

অবুঝ মনের গভীর কোণে,
তোমার স্নহের আলিঙ্গনে,
জড়িয়ে ধরেছিলে বুকে,
স্বপ্ন ভাঙ্গা ঘুমের শেষে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।



Read More...

 

পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন  প্রবীণ । Manoj | Kobita












Post a Comment

Previous Post Next Post