Love Poem In Bengali | স্বপ্ন প্রেম | Manoj Kumar Mandal | Bengali Love Poem
স্বপ্ন প্রেম ( Swapno Prem )
কলমে: মনোজ কুমার মন্ডল
আবার তুমি স্বপ্নের দেশে,
এসেছিলে খোলা কেশে,
লাজুক লতার মতো তুমি,
ধরে ছিলে আমার হাত,
কপালে সেই ছোট টিপ,
চোখের কোনে অগ্নি প্রদীপ,
নয়ন তারা ভিজেছিলো তবু,
হাতে হাত রেখে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।
যেনো লক্ষ কোটি বছর পরে,
দেখোনি আমায় নদীর তীরে,
পাহাড় কোলে বয়ে যাওয়া,
নদীর স্রোতের তরে,
আমার ডাকনাম ধরে ।।
হাজার হাজার অভিযোগে,
ভুলে যাওয়া অনুরাগে,
তবু ডেকেছিলে ইশারাতে,
অভিমান দূরে রেখে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।
অবুঝ মনের গভীর কোণে,
তোমার স্নহের আলিঙ্গনে,
জড়িয়ে ধরেছিলে বুকে,
স্বপ্ন ভাঙ্গা ঘুমের শেষে,
ওই অগ্নি প্রদীপ চোখে ।।
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment