Bangla Poetry | কলম ( Kolom ) | Bangla Kobita Abritti | By - Manoj Kumar Mandal
কলম
কলমে ও কণ্ঠে : মনোজ কুমার মণ্ডল
----------------------------------------------
কলম ও কলম
তুমি কত শিক্ষা দিয়েছো এ জগতে,
শুধু কি শিক্ষা ?
দিয়েছো প্রেমের একঝাঁক চিঠি,
দাঁড়িয়েছ দোষীর বিপক্ষে তুমি,
খেলার মাঠে উল্লাসে, দিয়েছো শিটি ।
প্রেম নিবেদনে তোমার কালিতে ,
দিয়েছো সাত সাগর, তেরো নদী পাড়ি,
কিছু বিরহ প্রেম আজও কেঁদে বলে
ওটা মোটেই প্রেম ছিল না,
তাই তোমার কালিতে, আজ তাদের ছাড়াছাড়ি।
কলম ও কলম
আজ তোমার জন্য,
দোষীরা মুহুর্তে সাজা পায় ,
তুমি আছো বলেই গরিব ছেলেটাও
ওকালতি শিখতে চায় ।
টাকার অহংকারী লোকটা আজও ,
নিজের লাভের অংকটা তোমাকে নিয়ে কোষে,
তুমি আছো বলেই ছাত্র সমাজ যাইনি এখনও ধসে ।
কলম ও কলম
কত উল্লাসে,কত উচ্ছাসে সঙ্গী হয়েছো তুমি,
প্রিয় মানুষটির একটা সাক্ষর,
স্মৃতি থেকে যায় চিরোদিনি,
স্বাধীনতায় তোমার অবদান,
কম তো কিছু নয়,
তোমার কারণে ব্রিটিশ শাসক,
পেয়েছিলো কত ভয় ।
তোমার কারণে লক্ষ চুক্তি,
তাই স্বাধীন ভাবে আছি,
তোমার কারণে দেশ বিদেশে,
মাথা উচু করে বাঁচি ।
তুমি ছাড়া অচল বিশ্ব,
শিক্ষা, খেলা, প্রতিষ্ঠান,
তুমি বিনা শিক্ষিত সমাজ,
পাবেনা তার যোগ্য সম্মান ।
তুমি ছাড়া কবিতা গুলি, পাবেনা খুঁজে ছন্দ,
তুমি ছাড়া গানের লাইন এ, সুর হয়ে যাবে মন্দ ।
কলঙ্কহীনা তবু মুখে কালি,
তুমি সেই আমাদের কলম
প্রমান দিয়েছো বিশ্ব মাঝে,
প্রতিটি কাজের এক গুরুত্বপূর্ণ মলম
কেউ গুণের বড়োই, করেনি তোমার,
শুধু বলেছিলো কালি মাখানো মুখের কথা,
সেই ২ টাকার কলমের কথা,
কালি মাখা মুখে যে কেপেঁছে বিশ্ব,
সেটা বলে কি হবে আর অযথা ।
***
YouTube Video
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment