হামরা ICT (Hamra ICT) । আঞ্চলিক কবিতা । কলমে : মনোজ । ICT Teacher
sponsored
প্রতিটি ICT কর্মীর জীবনের দুঃখ, কষ্ট, তুলে ধরার চেষ্টা করেছি আমার এই আঞ্চলিক কবিতার মাধ্যমে ।।
হামরা ICT
কলমে: মনোজ কুমার মন্ডল
দাদা হামরা ICT ৫ আর ৬,
লোকে হামদের মাস্টার বলে,
ওই বড় বেতনের মাস্টার,
না না এতো বড়,
বেতনের মাস্টার লই,
লোকে এমনি এমনি বলে,
আর সত্যি কথা বলতে দাদা,
টানে টুনে সংসারটো চলে,
মাঝে মাঝে দু এক মাস,
হামদের পেটেও আগুন জ্বলে ।।
দাদা হামরা ICT ৫ আর ৬,
বেতন হামদের দমে কম,
কত যে কম ?
দাদা সেটা আর বলার লই,
গাদে কম দাদা, গাদে কম,
ওই কেটে কুটে ৫ আর ৬,
তবে একটু বাড়লে ভালোই হয়,
সে নাই শুধু ৫ আর ৬ ।।
দাদা বড্ড চিন্তা ভবিষ্যৎ নিয়ে,
ঘরেও হামদের হাহাকার,
ঋণ,দেনা, আর ধার মিটায়ে,
কারু ঘরে বাবা চেঁচায়,
কারু ঘরে ছ্যা,
টাকা নিয়ে উটকা কথাই,
বাপের ঘর পালায় দিল,
কারু ছায়ের মা ।।
কারু ঘরে বুড়ি মা,
একাই বসে গুনছে দিন,
পেট পুড়ছে মনটা পাথর,
পেট পুড়ছে তবু মনটা পাথর
হামার বেটা মিটাব্যাক ঋণ ।।
সব্জি কিন, সব্জি কিন, সব্জি কিন,
কারুর ঘরে পড়ছে হাঁক,
সব্জির বাজার এতো আগুন,
দাদা নুন আনতে পান্তা ফাঁক ।।
দুদিন ধরে ছিলাটার জ্বর,
বউ কে বললি, হ্যাঁ গো...
পকেট হামার ফাঁকা,
কার কাছে প্যাতবো হাত ?
দাও নো হে কিছু টাকা,
দাদা দাও নো কিছু টাকা,
পকেট হামার একেবারেই ফাঁকা...
টাকার কথা বললেই দাদা,
আপন মানুষ দিচ্ছে পালাই,
ছিলাটার হামার এতো জ্বর,
জীবন জ্বলছে কত জ্বালায়,
দাদা হামরা কোথায় পালাই
এই ঘরটা ছাড়ে বলুন তবে,
হামরা কোথায় পালাই...
***
sponsored
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Post a Comment