Radha - Krishna | ওগো কৃষ্ণ তোমার জন্ম আমারও লাগি | Bangla Poetry | Bangla Kobita | Manoj Kumar Mandal
Image Credits : @artisticartwithpayel
Radha Krishna | ওগো কৃষ্ণ তোমার জন্ম আমারও লাগি
ওগো কৃষ্ণ
তোমার জন্ম আমারও লাগি
কলমে : মনোজ কুমার মণ্ডল
---------------------
ওগো কৃষ্ণ
তোমার জন্ম আমারও লাগি,
আমি যে তোমার নিত্য অনুরাগী,
তোমার বাঁশির সুরে,
পাগলিনী এই রাধা,
ছুটে আসে বারে বারে,
পেরিয়ে কত শত বাধা ।
ওগো কৃষ্ণ
তোমার জন্ম আমারও লাগি,
আমি যে তোমার কারণে,
হয়েছি গৃহ বৈরাগী ।
তোমার নামের শব্দ,
আমার নূপুরে বাজে,
তাইতো দিশেহারা এই রাধা,
তোমায় শুধু খুঁজে।
ওগো কৃষ্ণ
তোমার জন্ম আমারও লাগি,
আমি তোমার প্রেমে,
কলঙ্কিনী রাধা অভাগী ।
রাধা পাগলিনী তোমার প্রেমে,
জানে যে সবাই,
তাই কৃষ্ণ কালো কলঙ্ক যে,
পরেছি গলায় ।
ওগো কৃষ্ণ
তোমার জন্ম,
শুধু আমারও লাগি
শুধু আমারও লাগি........
Read More...
পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় নবীন বরণ কবিতা । নবীন প্রবীণ । Manoj | Kobita
ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা । মানভূমের ভাষা | ভাষা দিবসের কবিতা, ২১ ফেব্রুয়ারি
Valo likhechho
ReplyDeletePost a Comment